ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মো. শাহআলম চৌধুরীর মৃত্যুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রকাশ, জেলার কসবা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও দৈনিক সমতটবার্তার কসবা উপজেলা প্রতিনিধি, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি. এর কসবা এরিয়ার এজিএম, কসবা পৌর এলাকাধীন শাহপুর গ্রামের কৃতি সন্তান মো. শাহআলম চৌধুরী ৬২ বছর বয়সে বাসিন্দা গত ২৫ ডিসেম্বর ভোরে উপজেলা সদরের শীতলপাড়াস্থ নিজ বাসায় ইন্তিকাল করেন, ইন্নালিল্লাহি…….. রাজিউন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ নানাববিধ রোগে আক্রান্ত শাহআলম চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু,কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কর্যকরী সদস্য মীর মো. শাহীন এক শোক বার্তায় মরহুম শাহআলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।