আজ সোমবার সন্ধ্যায় ঢাকা টু আখাউড়া লংমার্চের স্থান নির্ধারণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন বাংলাদেশের বাইরে আমাদের কোন প্রভু নেই।
তিনি আরোও বলেন, ভারতের যে আগ্রাসী মনোভাব, তাদের কতিপয় মিডিয়াতে মিথ্যা প্রচারণা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লংমার্চ। বাংলাদেশের জনগণের পাশে বিএনপি পরিবার আছে থাকবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।