ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২২ মার্চ শহরের খৈয়াসার ফুড ফ্যান্টাসি এন্ড কনভেশন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা জীবন বীমা কর্পোরেশন এর ইনচার্জ ও সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহাম্মদ (স্বপন) এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপ সচিব ডাঃ সঞ্জীব সূত্রধর।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিারুল ইসলাম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এর সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিউর রহমান হাছান, নিউ মার্কেট এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সদর থানার সাব ইনপেক্টর আবুল খায়েশ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান ও রহমানিয়া ফার্মেসীর মালিক মিজানুর রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ ও মানবিক চিকিৎসক ডাঃ ফাইজুর রহমান ফয়েজ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড এর ডিজিএম ও সমিতির সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সমিতির সহ-সভাপতি প্রফেসর শেখ জালাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান, সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোঃ সাজিদ মিয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এসএম তোফায়েল আলী রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক সূচী, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নেতা এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, সহ অর্থ সম্পাদক ইমদাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ কামাল হায়দার, সহ-দপ্তর সম্পাদক এইচ এম আব্দুল্লাহ মামুন, আপ্যায়ন সম্পাদক আবুল কালাম মাস্টার, তথ্য ও গবেষণা সম্পাদক এহছানুল আমিন তুষার, সমাজ কল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক প্রফেসর শরীফ জসিম সজল, সহ-ধর্ম সম্পাদক আলী আজগর, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক রিপন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সহ আইটি সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ স্বাস্থ্য সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, কার্যকরী সদস্য মোঃ ফোরকান উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, জাকির চৌধুরী, মুর্শেদ কামাল ও কাউসার আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের তিন শতাধিক সদস্যদের নিয়ে এই ইফতার অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন এ গফুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ হেদায়েত উল্লাহ। দোয়ায় সমিতির প্রয়াত সকল সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহাম্মদ (স্বপন) বলেন, সংগঠনটি ইতিমধ্যে সরকারী ভাবে নিবন্ধিত হয়েছে। নিবন্ধন নং-৬২৩/২৪) । আমার চাই যারা আশুগঞ্জের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেন তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অব্যাহত থাকুক। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আমরা চাই সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে থেকে সহযোগীতা করতে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এই সংগঠনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জবাসীর মধ্যে মেল বন্ধন সৃষ্ঠি হয়েছে। এই বন্ধন যেন আগামীদিনও অব্যাহত থাকে। এবং একে অপরের সুখে দুঃখে পাশে থাকে সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।