অর্ন্তবর্তী সরকার কর্তৃক রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা এবং চট্টগ্রাম ইপিজেডে বিদেশি কোম্পানীকে অস্ত্র তৈরির কারখানা স্থাপনের অনুমতি প্রদানের পায়তারার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে তেল-গ্যাস জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোঃ জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক সাংবাদিক আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা কৃষক খেত মজুর সমিতির নেতা আবদুস সোবহান মাখন. জেলা সিপিবির যুগ্ম সমপাদক আসমা খানম, সিপিবি নেতা অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, বাংলাদেশ জাসদ নেতা জাফর আহমেদ আকসির, সরাইল উপজেলা উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবর্তী সরকারের কাছে জাতির প্রত্যাশা ছিল তারা স্বল্পতম সময়ে জাতিকে একটি নিরপেক্ষ, গ্রহনযোগ্য, অর্ন্তভুক্তিমূলক নির্বাচন উপহার দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ফিরে যাবেন।
কিন্তু যখন সংস্কারের নামে সময়ক্ষেপন করে এরিমধ্যে জাতিসংঘের প্রেসক্রিপশনে রাখাইনে মানবিক করিডোর প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সা¤্রাজ্যবাদীদের খুশি করার জন্য চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা প্রদান ও চট্টগ্রাম ইপিজেডে বিদেশি কোম্পানীকে অস্ত্রকারখানা স্থাপনের অনুমতি প্রদানের পায়তারা শুরু করেছে তখনই জাতির কাছে তাদের সর্ম্পকে নানা প্রশ্ন দেখা দিচ্ছে । বক্তারা বলেন, মানবিক করিডোর একদিন সামরিক করিডোরে পরিণত হতে পারে ।
বক্তারা আরো বলেন, সংস্কার ও বিচারের নামে সময় ক্ষেপণের অন্তরালে সরকার সাম্রাজ্যবাদী শক্তির মিশন বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে। যা অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বর্হিভূত এবং জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে বক্তারা দাবি করেন। বক্তারা এসব দেশবিরোধী তৎপরতা থেকে বিরত থেকে দ্রুত সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্ন্তভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় তাদের পরিণতিও পতিত কর্তৃত্ববাদী সরকারের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন।