আজ বুধবার সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, সভাপতি সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ব্রাহ্মণবাড়িয়া।
মিলাদ পাঠ ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি নুসরাতুল্লাহ নূর সাহেব। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষখ সালমা বেগম। প্রধান অতিথি হামদ, নাথ, গজল ও ক্বেরাত প্রতিযোগিতায় ৫টি বিভাগে ৫৮ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, দৈনিক কুরুলিয়ার প্রকাশক ও সম্পাদক ইব্রাহিম খান সাদাত, রেকটোর স্বত্বাধিকারী সাংবাদিক মোঃ আশিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাববক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।