Brahmanbaria ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Last News :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১২ হাজার ভারতীয় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িক আটক নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লতিফ আটক বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ বিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা বন্ধসহ শ্রেণীকক্ষের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত ব্রাহ্মণবাড়িয়া ব্র্যাক এরিয়া সেলস্ সেন্টারের কৃত্রিম প্রজনন সেবাকর্মীর মৃত্যুর চেক প্রধান বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আখাউড়ায় ৫ কিলোমিটার সড়কে শত শত গর্ত

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • ৯২৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিজয়নগরের চান্দুরা পর্যন্ত সড়কের প্রায় ৫ কিলোমিটার আখাউড়া উপজেলায়। সড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে আখাউড়া এবং বিজয়নগর উপজেলাসহ জেলা শহরের হাজার হাজার মানুষ যাতায়ত করে। প্রতিদিন শত শত সিএনজি, অটোরিক্সা, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন চলাচল করে সড়ক দিয়ে। এছাড়া এ সড়ক ব্যবহার করে আখাউড়া রেলওয়ে স্টেশন এবং আজমপুর রেলওয়ে ষ্টেশনে যাতায়াত করে শত শত ট্রেনযাত্রী। এ সড়কের আখাউড়া পৌরশহরের সড়ক বাজার থেকে উত্তরে সিঙ্গারবিল বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে ছোট বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। গর্তের কারণে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। গর্তে পরে ঘটে ছোট বড় দূর্ঘটনা। বৃষ্টি হলে ওই সব গর্তে পানি জমে যান চলাচলে সমস্যা আরও বেড়ে যায়। দীর্ঘ দিন ধরে সড়কটির মেরামত না করায় দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। অসুস্থ রোগী এবং নারী-শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাস্তাটির দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।
জানা গেছে, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নসহ বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়নের শত শত ছাত্রছাত্রী সিএনজি, অটোরিক্সা যোগে এ সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়া ওইসব ইউনিয়নের বাসিন্দারা চিকিৎসাসহ অন্যান্য কাজে জেলা সদরে আসা যাওয়া করে থাকে এ সড়ক দিয়ে। কিন্তু রাস্তায় খানা খন্দ আর গর্তের কারণে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। দূর্ঘটনার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় চালকদের। গর্তে পরে গাড়ির রিং, বিয়ারিংসহ যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সড়ক বাজার থেকে সিঙ্গারবিল বাজার পর্যন্ত অন্তত ২৫টি স্থানে কয়েক ’শ ছোট বড় গর্ত রয়েছে। সড়ক বাজার থেকে আজমপুর রেলওয়ে ষ্টেশন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।
আখাউড়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কটি মেরামতের জন্য পরিমাপ ও ব্যয়ের হিসাব করে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দেড় থেকে দ্ইু মাসের মধ্যে কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করে রাস্তাটি মেরামত করা হয়। এরপর আর কাজ করা হয়নি।
সিএনজি চালক আলম মিয়া বলেন, গাড়ি চালাতে খুব কষ্ট হয়। হাতে ও বুকে-পীতে ব্যথা করে। একদিন চালালে পরের দিন আসতে মন চায় না। গর্তে পরে গারির রিং, বিয়ারিং নষ্ট হয়।
আজমপুরের বাসিন্দা ব্যবসায়ী কাউসার হোসেন বলেন, প্রতিদিন এসড়ক দিয়ে দু’বার আসা যাওয়া করি। গাড়ি চালাতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে সমস্যা আরও বেড়ে যায়। ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। তিনি সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান।
আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন সড়কটির দুরাবস্থার কথা স্বীকার করে বলেন, সড়কটির কাজের পরিমাপ করে এলজিইডি ভবনে পাঠানো হয়েছে। আশা করি অল্প কিছু দিনের মধ্যে অনুমোদন হয়ে আসবে। তারপর জেলা নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে দরপত্র আহবান করা হবে। আগামী দেড় মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Al Mamun

জনপ্রিয় খবর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১২ হাজার ভারতীয় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িক আটক

আখাউড়ায় ৫ কিলোমিটার সড়কে শত শত গর্ত

Update Time : ১০:১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিজয়নগরের চান্দুরা পর্যন্ত সড়কের প্রায় ৫ কিলোমিটার আখাউড়া উপজেলায়। সড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে আখাউড়া এবং বিজয়নগর উপজেলাসহ জেলা শহরের হাজার হাজার মানুষ যাতায়ত করে। প্রতিদিন শত শত সিএনজি, অটোরিক্সা, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন চলাচল করে সড়ক দিয়ে। এছাড়া এ সড়ক ব্যবহার করে আখাউড়া রেলওয়ে স্টেশন এবং আজমপুর রেলওয়ে ষ্টেশনে যাতায়াত করে শত শত ট্রেনযাত্রী। এ সড়কের আখাউড়া পৌরশহরের সড়ক বাজার থেকে উত্তরে সিঙ্গারবিল বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে ছোট বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। গর্তের কারণে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। গর্তে পরে ঘটে ছোট বড় দূর্ঘটনা। বৃষ্টি হলে ওই সব গর্তে পানি জমে যান চলাচলে সমস্যা আরও বেড়ে যায়। দীর্ঘ দিন ধরে সড়কটির মেরামত না করায় দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। অসুস্থ রোগী এবং নারী-শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাস্তাটির দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।
জানা গেছে, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নসহ বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়নের শত শত ছাত্রছাত্রী সিএনজি, অটোরিক্সা যোগে এ সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়া ওইসব ইউনিয়নের বাসিন্দারা চিকিৎসাসহ অন্যান্য কাজে জেলা সদরে আসা যাওয়া করে থাকে এ সড়ক দিয়ে। কিন্তু রাস্তায় খানা খন্দ আর গর্তের কারণে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। দূর্ঘটনার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয় চালকদের। গর্তে পরে গাড়ির রিং, বিয়ারিংসহ যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সড়ক বাজার থেকে সিঙ্গারবিল বাজার পর্যন্ত অন্তত ২৫টি স্থানে কয়েক ’শ ছোট বড় গর্ত রয়েছে। সড়ক বাজার থেকে আজমপুর রেলওয়ে ষ্টেশন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।
আখাউড়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়কটি মেরামতের জন্য পরিমাপ ও ব্যয়ের হিসাব করে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দেড় থেকে দ্ইু মাসের মধ্যে কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করে রাস্তাটি মেরামত করা হয়। এরপর আর কাজ করা হয়নি।
সিএনজি চালক আলম মিয়া বলেন, গাড়ি চালাতে খুব কষ্ট হয়। হাতে ও বুকে-পীতে ব্যথা করে। একদিন চালালে পরের দিন আসতে মন চায় না। গর্তে পরে গারির রিং, বিয়ারিং নষ্ট হয়।
আজমপুরের বাসিন্দা ব্যবসায়ী কাউসার হোসেন বলেন, প্রতিদিন এসড়ক দিয়ে দু’বার আসা যাওয়া করি। গাড়ি চালাতে খুব কষ্ট হয়। বৃষ্টি হলে গর্তে পানি জমে সমস্যা আরও বেড়ে যায়। ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। তিনি সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান।
আখাউড়া উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন সড়কটির দুরাবস্থার কথা স্বীকার করে বলেন, সড়কটির কাজের পরিমাপ করে এলজিইডি ভবনে পাঠানো হয়েছে। আশা করি অল্প কিছু দিনের মধ্যে অনুমোদন হয়ে আসবে। তারপর জেলা নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে দরপত্র আহবান করা হবে। আগামী দেড় মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি।