“ভবিষ্যতের জন্য প্রকৃতি রক্ষায় অগ্রণী গ্রামীণ নারী: জলবায়ূ সহনশীলতা বৃৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভ’মি অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে নারীর সমতা ও ক্ষমতায়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার ব্রাহ্মনবাড়িয়ায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস’২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ও ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এবং উইমেন ল্যান্ড রাইটস নেটওয়ার্ক এর সহযোগীতায় বিশে^র সাথে তাল মিলিয়ে এবং বাংলাদেশের অন্যান্য জেলার ন্যয় ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত মানবন্ধনে শুভেচ্ছা ও স্বাগাত বক্তব্য রাখেন মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান। দিবসের তাৎপর্য উল্লেখ পূর্বক অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু হুরায়রা ও নার্সিং ইনস্টিটিউট এর ইনস্ট্রাক্টর তানজিনা আক্তার প্রমূখ।
দিবসের প্রতি একাত্বতা পোষন করে শিক্ষক ও শিক্ষাথীগর্ণ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী শেষে আয়োজক সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহানসহ মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবন্দের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর নিকট “গ্রামীণ নারীর ভ’মি অধিকার, কৃষিতে অংশগ্রহণ ও জলবায়ূ সহনশীলতা নিশ্চিতকরণের” দাবিতে একটি স্মারক লিপি প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক 












