ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্র পরিবারের ২০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খতনা সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্যোগটি গ্রহণ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। আর্থিক সহযোগিতা করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর আজিজ উদ্দিন আহমেদ।
সার্বিক সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ এবং ব্যবস্থাপনায় ছিলেন ডা. মোহাম্মদ আবদুর রাকিব (অব.), পরিচালক স্বাস্থ্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠান শেষে ২০ জন শিশুকে লুঙ্গি, গেঞ্জি এবং সাত দিনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। ওষুধ সহযোগিতা করে বায়ু ফার্মা।

নিজস্ব প্রতিবেদক 


















