ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দু’টি ট্রাকে করে চালগুলো বাংলাদেশে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি টন চালের দাম পড়েছে ৫০০ মার্কিন ডলার। এতে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৬০ টাকার বেশি। এর সঙ্গে শুল্ক ও অন্যান্য চার্জ যুক্ত হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে রবিবার চালগুলো খালাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, তিনি সিএন্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের মক্কা এন্টারপ্রাইজ এ চাল আমদানি করেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দু’টি ট্রাকে করে চালগুলো আসে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চালবাহী ট্রাক দু’টি বর্তমানে বন্দর এলাকায় অবস্থান করছে।
News Title :
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ মেট্রিক টন ভারতীয় চাল আমদানি
-
মোঃ দেলোয়ার হোসেন, আখাউড়া প্রতিনিধি
- Update Time : ০২:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ৪৮৯ Time View
Tag :














