ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর মৌজার বাজার ও বাস স্ট্যান্ডের দুই পার্শ্বের অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, “সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ (বিশ্বরোড মোড় থেকে সাতবর্গ ব্রীজ পর্যন্ত)” প্রকল্পের আওতায় এলএ মামলা নং ০৭/২০২১-২০২২ ইং অনুসারে যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে, সেগুলো বেশীরভাগই বানিজ্যক ।অথচ যৌথ তালিকা প্রস্তুতের সময় এগুলির বানিজ্যিক অবস্থানকে আমলে না নিয়ে এসকল জমিকে সাধারন ভিটা হিসেবে উল্লেখ করা হয়েছে।
রিটের আবেদনকারী মাহবুবুর রহমান খান ও অন্যান্য, মহামান্য আদালতের কাছে আবেদন করেছেন যেন জমির প্রকৃতি বানিজ্যিক হিসেবে ও বর্তমান বাজার মূল্য বিবেচনায় ক্ষতিপূরণ প্রদান করতে প্রশাসনের কাছে নির্দেশনা চাওয়া হয়।উক্ত রীটে জেলা প্রশাসক সহ ৭ জনকে বিবাদী করা হয়েছে।
গত ১৭ জুন ২০২৫ তারিখ এই রিটের শুনানি শেষে বিচারপতি মো. রাজিক-আল-জলিল ও বিচারপতি শাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কেন উক্ত জমি ভিটার পরিবর্তে বানিজ্যিক হিসেবে
ক্ষতিপুরন দেওয়া হবেনা এবং জমির মুল্য কেন বর্তমান বাজার মূল্যে নির্ধারন করা হবেনা জানতে চেয়ে রুল নিসি জারি করেছেন এবং রুলটি ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
ঊল্লেখ্য ইতিপূর্বে আবেদন কারীরা ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিশ্বরোড – সিলেট মহাসড়কের উভয় পার্শ্বে শাহবাজপুর বাজার ও বাসস্ট্যন্ডে অবস্থিত দোকান ভিটি সমুহকে বানিজ্যক ভিটি হিসাবে গন্য করে বর্তমান বাজারমুল্যে ক্ষতিপুরন পাওয়ার আবেদন করে কোনরুপ প্রতিকার নাপেয়ে আবেদন কারিগন উক্ত রিট দায়ের করেন।