ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে গোপন সংবাদের বৃত্তিতে ক্যাপ্টেন সাইফএর নেতৃত্বে ২২জুন রবিবার রাত ৮টার সময় চর লালপুর কান্দাপাড়ার কুখ্যাত মাদক কারবারী মহসিককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, মহসিন আশুগঞ্জ চর লালপুর কান্দাপাড়ার ওবায়দুল হকের ছেলে।
এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, ৫ বোতল স্কপ, চারটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহাম্মদ আলী 












