ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহানবীকে কটুক্তি করার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-মাধবপুর সড়কে চৈয়ারকুড়ি বাজার সংলগ্ন গোকর্ণ গোল চত্বর প্রাঙ্গণে এ মানববন্ধন পালন করে। এর আগে পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।পরে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোকর্ণ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আলী আহমেদ, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, হাফেজ মাওলানা মোবারক উল্লাহ, গোকর্ণ নবাব বাড়ি জামে মসজিদের খতিব প্রভাষক সৈয়দ ওয়ালী হায়দার, রায়হান পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কটুক্তিকারী সৈয়দ ইমাদ উদ্দিনকে দেশে ফিরিয়ে এনে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ, গত ১১ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সৈয়দ বাড়ির আমেরিকান প্রবাসী সৈয়দ ইমাদ উদ্দিন শুভ র্কতৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত।