ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় হরষপুর ইউনিয়নের জাকির হোসেন নামে এক ব্যক্তির গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ১৫ই জুন (রবিবার) ভোররাতে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (৩২) হাজিপুর হাবির বাড়ির মৃত দুধ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন বিবাহিত তিন সন্তানের জনক, পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন তার চিকিৎসা চলমান। ঘটনার রাতে তার পরিবার শ্বশুরবাড়িতে ছিল।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে আমি সহ মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে মৃত দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পারিবারিক সূত্রে জানতে পারি, ৬/৭ সাত মাস আগে সে মালয়েশিয়া থেকে আসছে। স্ত্রী সন্তান তার সাথে থাকে না। সে মানসিক ভারসাম্যহীন। মৃত দেহটি ময়না তদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা অপমৃত্যু মামলা হবে।