ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের তীর ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মানকলিপি প্রদান করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের নিকট এলাকাবাসীরা স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলারঅরুয়াইল, পাকশিমুল,চুন্টাও পানিশ^র ইউনিয়নের ১৬ টিগ্রামের প্রায় এক লক্ষলোকের বসবাস। মেঘনা নদীর পাড়ে অবস্থিত প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘেরএলাকাটি নদীর তীরবর্তী হওয়ায় কৃষিও নদী কেন্দ্রিকপর্যটন শিল্প বিকাশেরঅপার সম্ভাবনা কে কাজে লাগিয়ে স্থানীয় জনগন জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু নদীর তীরের জনগনের বিষফোড়া হয়ে দেখা দিয়েছে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন।বালু উত্তোলনের ফলে গ্রাম গুলো বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়া বালু উত্তোলনের ফলে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত রাজাপুর গ্রামের নদী রক্ষার বামতীর রক্ষা বাধ হুমকির মধ্যে পড়েছ্ফেলে রাজাপুর গ্রামের অস্তিত্ব এখন হুমকির মুখোমুখী।
স্মানকরিপিতে গ্রাম গুলো রক্ষার লক্ষ্যেঅবিলম্বে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়েছে।