ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারকে গ্রেপ্তার হয়েছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয়ে দিয়েও চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। আটক কাইয়ুম চৌধুরী (৩৫) আখাউড়া পৌরসভার নারায়ানপুর এলাকার মৃত বারেক চৌধুরীর ছেলে। পেশায় একজন অটোরিকশা চালক।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন। গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষধের স্মৃতি সৌধের পাশ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ মে বেলা ১২টার দিকে রাধানগরের বাসিন্দা মোঃ আলমগীর হোসেনকে মোবাইলে ফোন করে নিজেকে আখাউড়া আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা পরিচয় দেয় কাইয়ুম চৌধুরী। আলমগীর হোসেনের স্ত্রী তার বিরুদ্ধে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছে বলে দ্রæত দেখা করতে বলে প্রতারক কাইয়ুম। ওইদিন সন্ধ্যায় আবারও ফোন দিয়ে বলে দেখা না করলে তুলে নিয়ে রিমান্ড দেওয়া হবে। গত বুধবার সন্ধ্যার দিকে আলমগীর হোসেনকে আখাউড়া উপজেলা মাঠে স্মৃতিশোধের পাশে দেখা করতে বলে ওই প্রতারক। আলমগীর হোসেন যথাসময়ে সেখানে গেলে ভুয়া সেনা কর্মকর্তা আলমগীরকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে আলমগীর হোসেন ভয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন প্রতারক কাইয়ুম পালানোর চেষ্টা করে। শোরগোল ং বাদী হয়েন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমি উদ্দিন বলেন, প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হ