ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৫ থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত ভূমি মেলা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জেসমিন সুলতানা-এর সভাপতিত্বে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ দিদারুল আলম।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে ভূমি মেলা শুরু হয়। এ মেলায় ভূমি অধিকার, জমির খতিয়ান, নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
মেলায় সরকারি কর্মকর্তা, ভূমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সেবাগ্রহীতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রশ্নের উত্তর পান। এছাড়া, স্মার্ট ভূমিসেবা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার উপর বিশেষ সেমিনার ও অত্র জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখযোগ্য যে, এই মেলার মাধ্যমে জেলার বিভিন্ন অঞ্চলের জনগণ ভূমি সংক্রান্ত সেবা সহজে গ্রহণ করতে সক্ষম হন। ভবিষ্যতে আরও বেশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ভূমি মেলার ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা করছে।