ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে মেঘনা নদীর তীরে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলনের প্রতিবাদে গতকাল সোমবার বিকালে মানববন্ধন করেছে রাজাপুর, সিঙ্গাপুর, কাকরিয়া ও চর কাকরিয়া গ্রামের সর্বস্তরের জনগন।
মানববন্ধনে গ্রামের সাধারণ জনগন দাবি করেন অবৈধভাবে বালি উত্তোলনের মাধ্যমে রাজাপুর, সিঙ্গাপুর ও চর কাকরিয়া গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ৫৪ কোটি ব্যয়ে নির্মিত রাজাপুর গ্রামে নদী রক্ষা বাধ বিলীন হওয়ার উপক্রম হয়েছে।এমতাবস্থায় দ্রততার সাথে অবৈধ বালি উত্তোলন বন্ধে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
মানববন্ধনে বক্তৃতা করেন, অলি উল্লাহ, যুবদল নেতা বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, ইকবাল হোসেন, সজিব প্রমুখ।