ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্নীতি দমনকমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সোমবার আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধানঅতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবদুল্লাহআল মাহমুদ নজরুলের সভাপতিত্বে বিশেষঅতিথি ছিলেন উপজেলা শিক্ষাঅফিসার জাহাঙ্গীর আলম চৌধু রী,সরকারী হাজী আবদুল জর্লউিচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহুমায়ুন কবীর,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আরজ ুমিয়া,রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমূখ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে আশগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্র উচ্চ বিদ্যালয় দল ও রানার্সাপের গৌরবঅর্জনকরে আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন আশগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ্ফাতিন হাসনাত।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।