ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যেকোনো মূল্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর রয়েছে এবং জনগণের সহযোগিতা এক্ষেত্রে অপরিহার্য।”