এনজিওদের কেন্দ্রীয় সংগঠন এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে রবিবার স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার কনভেনশন হলে মাদক বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পশাসক (সার্বিক)মোঃ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকার সাইফুল ইসলাম।
এডাব সভাপতি এসএম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকমোঃ রফিকুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবিআবদুল মান্নান সরকার।
মূল প্রবন্ধপাঠ করেন এডাবের আঞ্চলিক স্বমন্বয়কারী বাবুল আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনআবুল বাশার,হোপএর নির্বাহী আসাদুজ্জামান কল্লোল,ইসহাক মিয়া,এডভোকেট মোঃ জাকির হোসেন,মোঃ শরীফুল ইসলাম,এস সি তাপসী রায় ,বদিউজ্জামান,শফিউল আলম,সাধারন সম্পাদক মোঃ তাহের উদ্দিন ভুইয়া প্রমুখ।