আইডিইবি ব্ৰাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটির নবনির্বাচিত কমিটি ঘোষিত হয়েছে। স্থপতি মোঃ গোলাম হাক্কানীকে আহ্বায়ক, প্রকৌ. মোঃ মারুফ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রকৌ. আলমগীর হোসেন, প্রকৌ. সিরাজুল ইসলাম, প্রকৌ. আল মামুন, প্রকৌ. মোঃ খালেদ সাইফুল্লাহকে সদস্য সচিব, প্রকৌ. আজহারুল ইসলামকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষিত হয়েছে।
অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।
এ সময় কেন্দ্রীয় কমিটি এক চিঠিতে উল্লেখ করেন, আইডিইবি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্বিক কল্যাণে কাজ করার মহৎ উদ্দেশ্যে সংগঠনের নেতৃত্ব গ্রহণ করায় আপনাদেরসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি। একই সাথে নবনির্বাচিত আইডিইবি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটিকে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির পক্ষে অনুমোদন প্রদান করা হলো। আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি আশা পোষণ করে, আপনাদের গতিশীল নেতৃত্বে আগামিদিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইডিইবি’র বৃহত্তর কার্যক্রমে সক্রিয় অবদান রাখতে সক্ষম হবে।আমরা এও আশা করছি, আপনাদের গতিশীল নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য প্রকৌশলীগণ ঐক্যবদ্ধ হয়ে জেলা কমিটিকে গতিশীল করে আইডিইবিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি।
নবগঠিত সংগঠনের নেতৃ-বৃন্দ বলেন, আমাদের নবগঠিত কমিটি নিয়ে কারো কথায় কান দিবেন না এবং বিভ্রান্ত হবেন না। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে বিদ্যমান জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ তাদের অর্পিত দায়িত্ব থেকে দীর্ঘদিন থেকে বিরত রয়েছেন। যার প্রেক্ষিতে জেলা শাখার সার্বিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এপ্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে আইডিইবি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জন্য নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কল্যানে নিজেদের নিয়োজিত রাখবো।