নবীনগর উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন দুলু।
কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ হোসেন রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃআরজু মিয়া, বিদ্যালয়পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধিমোঃ শফিক, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব প্রসাদ চক্রবর্তী।
অন্যান্যের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী নান্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধন মিয়া, কনিকাড়া গ্রাম উন্নয়ন পরিষদের হাজী মুর্শিদ মিয়া, সোহরাওয়ার্দীন চৌধুরী, সিনিয়র শিক্ষকমোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষকমোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেনমোহাম্মদ আবু সাইদ।
এছাড়াওঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সাহেব সর্দারসহ আরও অনেকে।