ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ধরখারে সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সংশিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বেশ কিছু জায়গা থেকে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে কুমিল্লার মুরাদনগরের কম্পানিগঞ্জ এলাকা ইটভাটায় নিয়ে যাচ্ছে একটি চক্র।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হয়। এতেও মাটি কাটা বন্ধ হয়নি। বিষয়টি নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন আবারো তৎপর হয়। এখন নিয়মিত অভিযান চালানো হচ্ছে।