প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সৃজনশীল নেতৃত্বে গৌরবময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ১লা ফেব্রুয়ারী ক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষনার পরপরই জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ এর নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ প্রেস ক্লাবে এসে বিজয়ী সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ আলাদা করে নব-নির্বাচিত সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, সহ সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশারফ হোসেন বেলালসহ অন্যান্য বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ রোকন উদ্দিন,পৌর শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ আমির সুহেল।
শুভেচ্ছা জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ বলেন-আশা করছি গৌরবময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে জয়ী নতুন নেতৃবৃন্দের প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সৃজনশীল নেতৃত্বে প্রেসক্লাব নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন সেই আশা করছি। ব্রাহ্মণবাড়িয়ার সংবাদজগৎ আরও সমৃদ্ধ, সত্যনিষ্ঠ এবং সাহসিকতায় ভরপুর হয়ে উঠবে এই প্রত্যাশায় রইল আমাদের অকৃত্রিম শুভকামনা।