ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলাকল্যাণ সমিতির উদ্যোগে গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনেগরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহাম্মদ স্বপনের নেতৃত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি সর্বজনাব ডাঃ ফাইজুর রহমান ফয়েজ, বিশিষ্ঠ ঠিকাদার কার্যকরী সদস্য-১ এটি এম ফয়েজুল কবির, সহ সভাপতি মোঃ সফিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক সুমন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক মোঃ কামাল হায়দার,আইটি বিষয়ক সম্পাদক মোঃ আবু ছায়েদ, আপ্যায়ন সম্পাদক আবুল কালাম মাস্টার, সহ দপ্তর সম্পাদক এইচ এম আব্দুল্লাহ আল মামুন,সহ অর্থ সম্পাদক ইমদাদুল হক ও মোঃ ফায়েজুর রহমান প্রমূখ।
সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আমরা প্রতিনিয়তমানবিক ও সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছি এবং থাকবে ইনশাআল্লাহ। মানবিক ও সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।