ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে আল ইকরা হিফজুল কুরআন নূরানীয়া মহিলা মাদ্রসার উদ্ভোদন করা হয়েছে।
পহেলা জানুয়ারি, বুধবার বিকাল ৩ টায় মাদ্রাসাটির শুভ উদ্ভোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে কারী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও মোঃ ধন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ শের আলী, আব্দুর রাজ্জাক মিয়া, মাদ্রাসার সহ-সভাপতি ডাক্তার মোঃ রেনু মিয়া, হেবজু মেম্বার, মোঃ শফিকুল ইসলাম, হাফেজ মোঃ জাহের রেজা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী ইউসুফ বিন হযরত আলী, মাওলানা মুফতি মাইন উদ্দিন আল ক্বাদেরী, মোঃ সোলামান মিয়া, মোঃ আব্দুল মোতালি, মোঃ মোস্তাফিজুর রহমান আকি, মোঃ শামীম মিয়া, মোঃ হাসান মিয়া, হাফেজ জাহেদ রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।