আজ সোমবার (১৬ ডিসেম্বর) এর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ হতে চীফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।
আখাউড়া চেকপোস্টে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী কে মিষ্টি, শাড়ী উপহার দিয়েছে।
এসময় ভারতীয় সেনা কর্মকর্তাগণ বাংলাদেশ সেনা কর্মকর্তাদের বিজয় দিবসের শুভেচ্ছা
জানান এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে মিষ্টি, শাড়ি এবং চাদর উপহার প্রদান করেন। পক্ষান্তরে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সন্দেশ ও ক্রেস্ট উপহার প্রদান করেন। আলোচনা সভা শেষে দুই দেশের সেনাকর্মকর্তাগণ কোশল বিনিময় করে সেনাবাহিনীর গাড়িযোগে আখাউড়া ইমিগ্রেশন ত্যাগ করেন।
উল্লেখ্য, ১৬ই ডিসেম্বর, পহেলা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।