লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং অক্টোবর সেবা পক্ষ ২০২৫-এর অংশ হিসেবে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি ডায়াবেটিস চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে মোট ১৮৯ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়, যার মধ্যে ১২৪ জন নারী ছিলেন। পরীক্ষায় ৪৫ জন নারীসহ নতুন করে ৬৫ জন রোগীর ডায়াবেটিস শনাক্ত হয়।
লায়ন সোলায়মানের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করেন লিও প্রেসিডেন্ট সুমাইয়া খানম মিলা, সম্পাদক নওসীন কবির ঐশী, লিও সজীব রায়, লিও ফাহীম ও লিও আরিয়ান।
লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ জানায়, অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে তারা জনস্বাস্থ্য বিষয়ে আরও কয়েকটি সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 












