ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তিতাস বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় জেলার প্রাচীন বিদ্যাপীঠ। অন্নদার ১৫০ বছর পূর্তিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্ট (আবেশ) সংসদীয় পদ্ধতিতে তিতাস বিতর্ক উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে সহায়তা করেন ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি। সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আবেশের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল সাজ্জাদুল হক, সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ সাগীর আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইমাম ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি সভাপতি ড্যাফোডিল বিশ্ববিদ্যাকয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোনতাসির হোসাইন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালের বিবিএ এর শিক্ষার্থী তানভির আহমেদ ও উপদেষ্টা ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি ফাহিম শাকিল। আলোচনা সভা শেষে বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা, মৌলভীবাজার, যশোর, বগুড়া, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ৩২টি দল তিতাস বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে। এই বিতর্ক উৎসব দুটি ধাপে অনুষ্ঠিত হয়। গত ৩ অক্টোবর অনলাইনে ডিসকোর্ড অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল কক্ষ তৈরি করে সারা দেশের ৩২টি দল প্রথম ধাপে তিতাস বিতর্ক উৎসবে অংশ নিয়েছে। সেখান থেকে আটটি দল দ্বিতীয় ধাপের কোর্য়াটার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জন্য মনোনীত হয়। প্রথম ধাপে ৬৫জন বিচারক ও ১৩ জন কোর বিচারক দায়িত্ব পালন করেন। দ্বিতীয় ধাপের কোর্য়াটার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জন্য মনোনীত হয় ঢাকার নটরডেম কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিজ কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, হলিক্রস কলেজ ও ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের বিতর্ক দল মনোনীত হয়।
কোয়ার্টার ফাইনালে ঢাকার নটরডেম কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিজ কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অংশ নিয়ে বিতর্ক উৎসবের সেমিফাইনালের জন্য মনোনীত হয়। ফাইনালে উঠে ঢাকার নটরডেম কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিজ কলেজ। চ্যাম্পিয়ান হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিজ কলেজ। এছাড়া উৎসবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
বিতর্ক উৎসবে চ্যাম্পিয়াল দলকে ২০ হাজার টাকা, রানার্স আপ দলকে ১০ হাজার টাকা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এ ছাড়া অনুরুদ্ধ চৌধুরী, ডালিয়া সৈকত, কাজী মো. আলদিন ফারদিন, ওমর ফাহমিদ খান সৈয়দ সাবেদ-এই পাঁচজনকে শ্রেষ্ঠ বিচারক হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ান চৌধুরীকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক 












