ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের ফজলুর রহমান বজলুর দুই ছেলে আক্তার হোসেন (২৮) ও কামাল হোসেন (২৪) এবং একই গ্রামের শাহেদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০)।
গত ৮ অক্টোবর (বুধবার) দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে প্রায় ৪৫ মিনিট ধরে বিজয়নগর থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গ্রেফতারকৃতদের বসতঘর তল্লাশি করে ৪০৯ পিস ইয়াবা, নগদ ১৯,০১০ টাকা ও তিনটি অকেজো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

Reporter Name 












