ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। তিনি (আনারস) প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। (ঘোড়া) প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৪০২ ভোট।
এছাড়া নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ। (আনারস) প্রতীকে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। (ঘোড়া) প্রতীকে তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৮০ ভোট।
এদিকে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলীকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন মোঃ আল জাবের। (আনারস) প্রতীক নিয়ে জাবের পেয়েছেন ৪৫ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি নাসিমা মুকাই আলী পেয়েছেন ৩৮ হাজার ৯৮৫ ভোট। জেলা পুলিশের বিশেষ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।