ব্রাহ্মণবাড়িয়া় ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র- নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এল টি কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ে়াজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ি়য়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম আরিফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এসআর উসমান গনি সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ,ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়জুল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
অনুষ্ঠানে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের শিক্ষার্থীরা বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরওল ইসলামের কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক শিক্ষার্থী ওঅভিভাবক গণ উপস্থিত ছিলেন।