ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের সহায়তায় আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সরাইল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম কানু, সাবেক সহ সভাপতি প্রমথ নাথ চক্রবর্তী, উপজেলা ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ,সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ মমিন হোসেন, নাদিরা বেগম, তাসলিমা মিজান প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিতর্কে চ্যাম্পিয়ন দল সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, রানার আপ দল অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রচনা প্রতিযোগিতায় ১ম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাফাননুম রিহা, ২য় অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী অনুশ্রী দাস এবং ৩য় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র এ, এম রেজ্যুয়ান আরাফাত খান কে পুরষ্কৃত করেন উপজেলা নির্বাহী অফিসার।
শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও সহ সভাপতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।