ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ১ বছরের কারাদণ্ড আসামিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
আজ সোমবার সকালে চতুরপুর এলাকা থেকে মৃত তোতা মিয়ার ছেলে মোঃ আব্দুল হক ভূইয়া (৬৫) নামে একজনকে আটক করে পুলিশ।
জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আদালতের আদেশে বলা হয় ৪২০ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, চতুরপুর এলাকা থেকে এক বছরের কারাদণ্ড আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৪২০ ধারায় ১ বছরের কারাদণ্ড আদেশ দেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আদালত।