ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার সময় আমজাদ (৩৯) নামের এক প্রার্থীর এজেন্টকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আমজাদ চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের কাপ-পিরিচ প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি তাহমিনা শারমীন জানান, সহকারী প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারার চেষ্টা করেন আমজাদ হোসেন। এসময় তাকে বাধা দেওয়া হয়। পরে তাকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।