ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান বোঝাই করে পাচারকালে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যানটিকে তল্লাশি করে মাদক গুলো উদ্ধার করে পুলিশ। সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন, মোঃ মাজেদুল হক বাবু (৩৮), পিতা-মাহফুজুল হক, থানা- কালীগঞ্জ, জেলা -গাজীপুর।
বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান করছিল পুলিশ। অভিযানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় আশুগঞ্জ থানার এসআই দীপক কুমার পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।