ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানাধীন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মহেষপুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মুকুন্দপুর গ্রামের মহেষপুর রেললাইনে এই ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আখাউড়া রেলওয়ে থানাধীন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের ২১০/২ ও ২১০/৩ কি:মি মহেষপুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করি। ওইব্যক্তি অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবেন বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।