ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রুপকার, জেলা আওয়ামী লীগের সভাপতি, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবলীগের নব-নির্বাচিত সভাপতি আল আমীন সওদাগর, সাধারণ সম্পাদক আকবর হোসেন লিটন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের হালদার পাড়াস্থ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান। পৌর শাখা কমিটিতে স্থান দেয়ায় র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এসময় মন্ত্রী নব-নির্বাচিত কমিটিকে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত এবং স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামীলীগ নেতা শেখ মহসিন প্রমূখ।