দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও আশুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা আজ শনিবার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ে় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ নজরুল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু মিয়া, সরকারী হাজী জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে়র প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল আজাদ, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব ভুইয়া, আশুগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম আজাদ, দিলরুবা বেগম, রোকেয়া বিলকিস।বিতর্ক প্রতিযোগিতায় আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার্সাপ হয় তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়।
এছাড়া রচনা প্রতিযোগিতায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র স্কুলের ছাত্রী মোসাম্মৎ সুবর্ণা প্রথম, উম্মে সামিয়া দ্বিতীয় ও রওশন আরা জলিল উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ফারজানা হক তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।