নিয়ামুল ইসলাম আকঞ্জি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ তিন জনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বুধন্তি ইউনিয়নের গরু গোপাট সড়কে আয়োজিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার খান, মাদ্রাসার শিক্ষক মোনায়েম খান, সালিশকারক হাজী ইউসুফ মিয়া বলেন, বিএনপির নেতৃত্বে দেশে যখন ব্যাপক ভাংচুর, অগ্নি সন্ত্রাস, অরাজকতা চলছিল তা রোধ করার জন্য বিজয়নগর থানা পুলিশের অভিযানে বেশ কয়েকটি মামলা হয়। আর এসব মামলায় সাক্ষী হয়েছিলেন, বুধন্তি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনির মিয়া।
মামলার সাক্ষী হওয়ায় বুধন্তি ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক মিজানের নেতৃত্বে একটি পক্ষ তাকে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে। যা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।
সরকারী বিরোধীদের চক্রান্তের প্রতিহিংসার শিকার মনির মিয়া। মিথ্যা মামলাগুলো সুষ্ঠু তদন্ত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।