ব্রাহ্মণবাড়িয়ায় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা পরিষদের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় সড়কে চলাচলকারী অন্তত দেড়হাজার পথচারি ও গাড়ি চালকদের মাঝে নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন।
বিতরণকালে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সহ সভাপতি রাশেদ কবির আখন্দ, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, সাবেক যুবদলের আহবায়ক মনির হোসেন, স্বেচ্ছাদলের সাধারন সম্পাদক সালাউদ্দিন, ছাত্রদলের সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরীসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।