ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আটলা গ্রামবাসীর উদ্যোগে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর গ্রামের বিশিষ্ট শালিসকারক ও আওয়ামিলীগ নেতা ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে শোভনকে নির্বাচিত করতে হবে।
শোভন তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী মুজিব সেনা হিসেবে পরিচিত। অনেকই নির্বাচনে প্রার্থী হবেন কিন্তু যোগ্য, সৎ ও ত্যাগী এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে এমন একজনকে নির্বাচন করতে হবে। তাই আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচনে মাছিহাতা ইউনিয়ন থেকে শাহাদাৎ হোসেন শোভনকে নির্বাচন করার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান সহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ সহ আটলা গ্রামের বিভিন্ন পেশাজীবি ও সকল স্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় শোভনের জন্য বিশেষ দোয়া করা হয়৷
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন এর আগে সরকারি কলেজ ছাত্রলীগের দুইবারের সভাপতি ছিলেন। বর্তমানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে হলেও শহরের সরকার পাড়ায় ছোট থেকে বড় হয়েছে। ইতিমধ্যে শোভন মানবিক সেবা দিয়ে জেলায় যথেষ্ট সুনাম অর্জন করেছে৷