ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৪র্থ শ্রেণি কল্যান পরিষদের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোতাহের হোসেন সেন্টু নির্বাচিত হয়েছেন। আজ বুধবার বেলা ১০ টার দিকে চতুর্থ শ্রেণি কল্যান পরিষদ অফিসে এ কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেনকে সভাপতি ও অফিস সহায়ক মোতাহের হোসেন সেন্টুকে সাধারণ সম্পাদক করা হয়।
হাসপাতালে কোন কার্যকরী কমিটি না থাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের সাধারণ সভার আবেদনের প্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবু সাঈদের অনুমোদনের পরে সকল ৪র্থ শ্রেণির কর্মচারীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন। এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।