ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনার পর একটি লাইনে পূর্বাঞ্চলে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন জানান, পণ্যবাহী ৬০১ নম্বর কনটেইনার ট্রেন ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর স্টেশনের মাঝামাঝি স্থানে চাকা লাইনচ্যুত হয়।
এতে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পূর্বাঞ্চলে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল করছে। আখাউড়া জংশনে খবর দেওয়া হয়েছে।