ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার এতিম দু:স্থ ও সরকারী শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেঃ সেলিম শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মো: হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া ও সাধারণ সম্পাদক এমএইচ মাহবুবুল আলম প্রমূখ। অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মনির হোসেন।
এসময় মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে সাধারন মানুষের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা
ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যে দোয়া কামনা করেন।