ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর উপজেলার কুন্ডা মধ্য পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবঃ করপোরাল মোঃ আমীর খান বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের
মুক্তিযুদ্ধাদের জন্য নির্ধারিত কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
সম্মুখ সমরে অংশ নেয়া স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী ও স্বাধীন দেশের প্রথম গঠিত সেনাবাহিনীর গর্বিত সদস্য হিসেবে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই বীরের মৃত্যুতে তার পরিবার,আত্বীয়-স্বজন ও মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিল ও স্থানীয় প্রশাসন গভীরভাবে শোকাহত হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে প্রশাসন কর্তৃক গার্ড অন অনার ওপুষ্পমাল্য অর্পণ সহ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা জানানো হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।