পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বুধবার ব্রাহ্মণবাড়ি়য়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, সিভিল সার্জন বেলায়েত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাতদিনব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।