ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১৭ বোতল ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার ব্যবহারকৃত একটি পিকআপ জব্দ করা হয়। সোমবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা সংলগ্নে পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
আশুগঞ্জ থানা সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত পিকআপটি জব্দ জরা হয়।
আসামিরা হলেন, মোঃ কাউছার আহমেদ(২৭), পিতা- মৃত শরীফ উদ্দিন, সাং- শোনাখেও ২। মোঃ মাজহারুল ইসলাম(২২), পিতা- নিজান উদ্দিন, সাং- ভাল্লুক মাড়া, ও ৩। মোঃ আঃ রহিম মিয়া (ড্রাইভার) (৩৮) পিতা- মৃত সামসুল হক, সাং- ভাল্লুক মাড়া, সর্ব থানা- কানাইঘাট, জেলা- সিলেট।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। তাদের ব্যবহারকৃত পিকআপটি রেজিঃ নং- সিলেট মেট্রো-ন-১১-১৬৩৩ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।