এপেক্স ক্লাব অব ওস্তাদ আলাউদ্দিন খাঁ”র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের সুবিধার্থে সামাজিক অবক্ষয়রোধ শ্লোগান সম্বলিত ডিজিটাল ঘড়ি স্থাপন করাহয়েছে। গত শুক্রবার রাতে ডিজিটাল ঘড়িটি উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এনামুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন এন.এ.ডি. এপেঃ কামরুল হক, জাতীয় সচিব এপেঃ হাবিবুর রহমান চৌধুরী,স্টেশন মাষ্টারমোহাম্মদ জসিমউদ্দিন, পি.এন.আই.আর.ডি. এপেঃ সাদেকুল ইসলাম, ন্যাশনাল সার্জেন্ট এপেঃ সাখাওয়াত সোহেল, আই.পি.ডি জি -৮ এপেঃ এমএইচ সরকার পাশা, বিশিষ্ট সাংবাদিক এপেঃ মোহাম্মদ আরজু, ক্লাব সভাপতি এপেঃ এস.এম. শাহীন,সেক্রেটারী মোঃ আশিকুর রহমান ভুইয়া, সিনিয়র সহসভাপতি মোঃ মাসুদ পারভেজ,সাবেক সভাপতিমোঃ সোহরাব হোসেন,প্রকৌশলী জুনায়েদ আলম নাদিম,সার্ভিস ডিরেক্টর মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘড়িটি স্থাপিত হওয়ায় যাত্রীদের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে।