জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে আশার সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র, ব্লাড সুগার পরীক্ষা ও রক্তচাপের তাপ পরিমাপ করা হয়ে়ছে এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে আয়ে়াজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কুদ্দুস নোমান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, অরুয়াইল ইউনিয়নআওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু তালেব, এক্সিম ব্যাংকের ম্যানেজার মেহেদী হাসান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বুরহান উদ্দিন, আর টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল।
এছাড়া আশার ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শীল ও হেলথ সেন্টারের ইনচার্জ শাহ কামাল উপস্থিত ছিলেন।